সম্প্রতি প্রকাশ পেল ‘বরফকলের গল্প’ -এর ট্রেইলার। এর আগে মার্চে প্রকাশিত হয়েছিল অভিনেতা আনিসুর রহমান মিলনের বরফকলের অভিনীত একটি দুর্দান্ত লুক। যা দর্শকদের কাছে খুবই প্রশংসিত হয়েছিল। ইতিমধ্যে ১ মিনিট ২৪ সেকেন্ডের ট্রেইলারটি দর্শকদের আকর্ষণ করেছে।
এই সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। চরিত্রের নাম নওশাদ। নওশাদ এমন একটি চরিত্র যে হিংস্রতায় ভরপুর। পাপের টাকায় গড়ে তুলেছিল বিশাল এক সাম্রাজ্য। টাকা এবং নারী দুটিতেই মত্ত ছিল নওশাদ। হত্যা করেছিল অসংখ্য মানুষ। ধর্ষণ, খুন, চোরাকারবারি যার নেশা। এমন এক চরিত্র নিয়ে হাজির হচ্ছেন অভিনেতা আনিসুর রহমান মিলন।
ঈদ উপলক্ষ্যে সিরিজটি ‘বিঞ্জ’ ওটিটি প্লাটফর্ম থেকে মুক্তি পাবে। প্লাটফর্মটি নতুন হলেও ইতিমধ্যে বেশ আলোচিত হয়ে উঠেছে।
‘বরফকলের গল্প’ ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন শহীদ উন নবী। অনেকেরই ধারণা নওশাদ চরিত্রটিতে এরশাদ শিকদারের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে।