ঈদ আনন্দে ওটিটি

করোনা পরিস্থিতিতে সংকটে রয়েছে সিনেমার প্রযোজক ও হল মালিকেরা। তবে সংকটে নেই ওটিটি প্লাটফর্মগুলো। নেই কোনো সংশয়, আসন্ন ঈদে বেশকিছু কন্টেন্ট নিয়ে হাজির হচ্ছে ওটিটি প্লাটফর্ম।

আসন্ন ঈদকে মাথায় রেখে এবার বেশ জমজমাট কিছু ওয়েব সিরিজ নিয়ে আসছে ওটিটি প্লাটফর্মগুলো। দেশি-বিদেশি প্লাটফর্ম সহ আনুমানিক ১১টি কন্টেন্ট প্রকাশিত হবে ঈদকে কেন্দ্র করে।

বর্তমানে দেশের ওটিটি প্লাটফর্ম সিনেম্যাটিক থেকে বিলাপ ও ডার্ক রুম নামক দুটি ওয়েব সিরিজ মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে দুটি ওয়েব সিরিজের ট্রেইলার প্রকাশিত হয়েছে।

‘বিলাপ’ ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন সানি সানোয়ার এবং ‘ডার্ক রুম’ নির্মাণ করেছেন গোলাম সোহরাব দোদুল।

বিলাপ ওয়েব সিরিজটির প্রকাশিত ট্রেইলার এর উপর ভিত্তি করে এর গল্প হিসেবে দেখা যায় রাজধানীতে রহস্যজনকভাবে নিরুদ্দেশ হতে থাকে শিশু ও নারী-পুরুষ। একইসাথে ঘটতে থাকে খুন এবং আত্মহত্যা। এমন গল্প নিয়েই নির্মিত হচ্ছে বিলাপ।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন