মুক্তি পাচ্ছে ‘ফ্যামিলি ম্যান-টু’

২০১৯ সালে ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছিল ‘দ্য ফ্যামিলি ম্যান’। থ্রিলার এই সিনেমাটি জনপ্রিয় হয়ে উঠেছিল দর্শকদের কাছে। সেই সময়ে সিনেমাটির দ্বিতীয় সিজন নিয়ে দর্শকরা আগ্রহ প্রকাশ করেছিল।

অ্যামাজন প্রাইমের এই দুটি ওয়েব সিরিজ ‘তান্ডব’ ও ‘মির্জাপুর’ ঘিরে নানা বির্তক সৃষ্টি হয়েছিল। যার ফলে পিছিয়ে গিয়েছিল ‘ফ্যামিলি ম্যান’র দ্বিতীয় সিজনের রিলিজের সময়। তবে শেষ পর্যন্ত মুক্তি পেতে চলছে ‘ফ্যামিলি ম্যান-টু’।

হিন্দুস্তান টাইমস এর তথ্য অনুযায়ী, ছবির পরিচালক জুটি রাজি-ডিকে জানিয়েছেন, ‘আমরা জানি দর্শকের দল এই ছবির জন্য দারুণ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। তার জন্য কৃতজ্ঞ আমরা। ফ্যামিলি ম্যানের সিজন টুতেও যেন দর্শকদের ভালো লাগে তার জন্য সবাই মিলে আপ্রাণ চেষ্টা করেছি। গরমের শেষে মুক্তি পেতে চলেছে সিজন-টু। আশা করি আপনাদের ভালো লাগবে। আগামী জুন মাসেই স্ট্রিমিং শুরু হয়ে যেতে পারে।’

 

 

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন