করোনার দ্বিতীয় ঢেউয়ে ভেঙে পড়েছে ভারত। ক্রমাগত বেড়েই যাচ্ছে আক্রান্তের সংখ্যা এবং সেসাথে মৃতের সংখ্যাও। সংকট দেখা দিয়েছে হাসপাতালের বেড থেকে শুরু করে অক্সিজেনের। চারিদিকে যেনো মৃত্যুর হাহাকার। করোনার বিরুদ্ধে যুদ্ধে করতে করতে হাঁপিয়ে যাচ্ছে গোটা দেশ।
ভারতের এই নাজেহাল অবস্থায় এগিয়ে আসছেন তারকারা। এই সময়ে ভারতের পাশে এগিয়ে এসেছেন হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টোন। সেসাথে নিজের অনুরাগীদের এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছেন। অভিনেত্রী জেনিফার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক পোস্টের মাধ্যমে ভারতকে সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন।
প্রসঙ্গত, ইতিমধ্যে ভারতের পাশে এসে দাঁড়িয়েছেন হলিউডের বেশকিছু বিখ্যাত তারকারা। ভারতের জন্য যোগাড় করেছেন ত্রাণ ব্যবস্থা। শন মেন্ডেস, স্যাম মেন্ডেস, বিখ্যাত মার্কিন সঞ্চালিকা এলেন, অভিনেতা উইল স্মিথ, জাডা স্মিথসহ আরও অনেকেই এগিয়ে এসেছেন। এছাড়া অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস নিজেও ত্রাণ তহবিল গঠন করে দিয়েছেন।