কঙ্গনার অ্যাকাউন্ট বন্ধ হওয়ায় খুশি মিমি!

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে টুইট করে যাচ্ছেন তিনি। তার এই কার্যকলাপের জন্য আজীবনের মতো টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করেছে টুইটার কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তে সহমত পোষণ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নানা কটুবাক্য ব্যবহার করেছেন এই অভিনেত্রী।

তারকা সাংসদ মিমি চক্রবর্তীও এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। অভিনেত্রী মিমি ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনার দুটো কোলাজ ছবি প্রকাশ করে লিখলেন, ”সাম্প্রতিক সময়ে নেওয়া টুইটারে অন্যতম সেরা কাজ।”

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন