‘নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন নায়িকারা’

এবারের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন টালিগঞ্জের একঝাঁক নায়িকারা। যাদের মধ্যে আছেন অভিনেত্রী শ্রাবন্তী, পায়েল, পার্নো মিত্র ও তনুশ্রী চক্রবর্তী। তারা সবাই হেরে গেছেন।

এই তারকাদের দলে অংশগ্রহণ করা নিয়ে প্রশ্ন তুললেন তথাগত রয়।

৪মে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে টুইট করে লেখেন, ‘পায়েল শ্রাবন্তী পার্নো ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রের সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাদেরকে টিকেট দিয়েছিল কে? কেনই বা দিয়েছিল? দীলিপ-কৈলাশ-শিবপ্রসাদ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি?’

তবে পরবর্তীতে তথাগত রয় আরেকটি টুইট করে নাম সংশোধন করেন। যেখানে তিনি লেখেন মদন মিত্রের সাথে সেলফি তুলেছিলেন পার্নো মিত্র নয় তনুশ্রী চক্রবর্তী।

তথাগত রয় ত্রিপুরা ও মেঘালয়ের রাজ্যপালের হয়ে নির্বাচনে লড়াই করতে চেয়েছিলেন। কিন্তু তাকে টিকিট না দিয়ে রুদ্রনীল ঘোষকে দেওয়া হয়। এ বিষয় নিয়েও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন