মুক্তি পাবে না তুফান!

মে মাসেই অ্যামাজান প্রাইমে মুক্তি পাওয়ার কথা ছিল ফারহান আখতার অভিনীত ‘তুফান’। তবে বর্তমান সময়ে করোনা পরিস্থিতির কারণে ওটিটি রিলিজ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তে একমত হয়েছে ওটিটি সংস্থার কর্তৃপক্ষ ও ছবিটির প্রযোজকের দল। পরিস্থিতি স্বাভাবিক হওয়া না পর্যন্ত ছবি মুক্তির বিষয়ে কোনও ভাবনা চিন্তা করা হবে না।

‘তুফান’ এর অন্যতম প্রধান প্রযোজনা সংস্থা ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’ এবং ‘আরওএমপি পিক্সার’ এর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের জনসাধারণের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে যে এই কঠিন সময়ে সবাই যেনো বাড়িতে থাকে।

এই দুই প্রযোজনা সংস্থার তরফ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিডিয়া রিলিজও প্রেরণ করা হয়েছে। প্রচারে লেখা হয়েছে, ‘এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে “এক্সেল এন্টারটেইনমেন্ট এবং আরওএমপি পিক্সার” এর একমাত্র লক্ষ্য গোটা দেশবাসীর পাশে দাঁড়ানো।’

একই পোস্ট অভিনেতা ফারহান আখতার তার ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন। প্রসঙ্গত এই সিনেমায় মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যাবে ফারহান আখতারকে। মার্চে এই সিনেমার ট্রেইলার মুক্তি পেয়েছে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন