পাশে দাঁড়াতে চান কাঞ্চন মল্লিক

হাড্ডাহাড্ডি লড়াই হল নির্বাচনে। বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের থেকে ৩৮ হাজার ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছেন কাঞ্চন মল্লিক। অভিনেতা থেকে নেতা, নতুন পদ থেকেই রাজ্যবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সমস্ত কটুক্তি সরিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের মত প্রকাশ করে বলেন, ‘এতকাল আমাকে আপনারা শুধুমাত্র একজন অভিনেতা হিসেবে দেখে এসেছেন। প্রচুর ভালোবেসেছেন আমায়। জানি, আগামী দিনেও একই ভাবে ভালোবাসবেন। ২০২১-এ আমার নতুন জীবন। মা-মাটি মানুষের হাত ধরে রাজনীতিতে পা রাখছি।’

অভিনেতা কাঞ্চন মল্লিক পাশাপাশি এও স্বীকার করেছেন, ‘সকলের শুভকামনায়, ভালোবাসায় আমি বিধায়ক কাঞ্চন মল্লিক।’ অভিনেতার মতে তিনি নিজেকে ‘জননেতা কাঞ্চন মল্লিক’ হিসেবেই সবার সামনে তুলে ধরতে চান।
তিনি জানান, যাদের জন্য তিনি জননেতা, তারা সকলে পাশে থাকলে সমস্ত বাধা-বিপত্তি অনায়াসে পেরিয়ে বাংলার উন্নয়নের স্বপ্ন অনায়াসে সফল করতে পারবেন তিনি।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন