সম্প্রতি অভিনেত্রী শ্রীলেখা মিত্র তার ফেসবুক ওয়ালে একটি পোস্ট শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে জনৈক ব্যক্তি অভিনেত্রীকে নিয়ে একটি কুরুচিকর মন্তব্য করেছে। লোকটি লিখেছে, ‘ওনার রেট টা কি চলছে… একজনের সঙ্গে কত? দুজনের সঙ্গে কত?’
অভিনেত্রী শ্রীলেখা মিত্র পোস্টটি শেয়ার করে শিরোনামে লেখেন, ‘বোনপো সুজন সেন ভাত কেনো, কোভিড রিলেটিড যেকোনো হেল্প লাগলে বলো মাসি যথাসাধ্য হেল্প করবে, তুমি তৃণমূল না বিজেপি? মানে বোঝার চেষ্টা করছি কার দ্বারা অনুপ্রাণিত হয়ে এই ভাষা আমার সম্পর্কে লিখলে?’
এখানেই থেমে থাকেননি অভিনেত্রী শ্রীলেখা মিত্র, তিনি পরবর্তিতে আরেকটি পোস্ট করেন যেখানে ঐ ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টের পুরো ডিটেইল শেয়ার করেন। পোস্টটির মাধ্যমে তিনি জানিয়েছেন, কলকাতার পুলিশের সাইবার সেলে সেই ফেসবুক ব্যবহারকারীর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে।