বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সাইফ-কারিনার প্রতি ভক্তদের আগ্রহটা যেন একটু বেশিই। তাদের দ্বিতীয় সন্তান জন্ম নেয়ার পর আগ্রহটা যেন আরো বেড়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের নিয়ে আলোচনার শেষ নেই। এই জুটি প্রায়ই বড় ছেলে তৈমুর বিষয়ে নানা কথা ও ছবি শেয়ার করে থাকেন। কিন্তু ছোট ছেলে নিয়ে তারা চুপ।
আর এ কারণেই কারিনার উপর বিরক্ত তার ভক্তরা। গত ২১শে ফেব্রুয়ারিতে দ্বিতীয় সন্তানের মা হন তিনি। তবে এখনও ছেলের কোনো ছবি প্রকাশ করেননি। এমনকি ছোট নবাবের নামটাও জানা যায়নি। ভক্তরা বিরক্ত হবে কেন! অভিনেত্রীর করা প্রত্যেকটা পোস্টেই ভক্তরা প্রশ্ন করে জানতে চান নব নবাবের কথা। কিন্তু সাইফ-কারিনা জুটি যেন পণ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আনবেন না তাকে !
বেশকিছু দিন আগে বাবা রান্ধির কাপুরকে হারান কারিনা। তখন একটি কোলাজ ছবি শেয়ার করেন তিনি, পাশাপাশি দুটি শিশুর ছবি। কিছুক্ষণ পরই ছবিটি সরিয়ে ফেলা হয়। অনেকের ধারণা, দুটির একটি ছবি তৈমুরের ছোট ভাইয়ের।
কারিনা কাপূরের বাবা রান্ধির কাপুর করোনা পজিটিভ হয়ে মুম্বাইয়ের আন্ধেরি কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন।