এবার দেবব্রত চৌধুরীর প্রস্থান

ভারতে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিন শত শত মানুষের প্রাণ যাচ্ছে। করোনার থাবা পড়েছে দেশটির সাংস্কৃতিক অঙ্গনেও। দীর্ঘ হচ্ছে সংস্কৃতি-ব্যক্তিত্বের মৃত্যুর তালিকা। এবার সেই তালিকায় যুক্ত হল দেবব্রত চৌধুরীর নাম। ১ মে সকালে চলে গেলেন সংগীতের উজ্জ্বল এই নক্ষত্র। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৫ বছর।

দেবব্রত চৌধুরীর ছেলে প্রতীক চৌধুরী ফেসবুক পোস্টে বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘আমার বাবা দেবব্রত চৌধুরী আর বেঁচে নেই। কোভিড নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি, তার ডিমেনশিয়াও ছিল। আইসিইউতে ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন বাবা। চিকিৎসদের সব চেষ্টা ও সকলের প্রার্থনা সত্ত্বেও হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ভারতীয় সংগীতজগৎ ও সেতারের দুনিয়ায় অপূরণীয় ক্ষতি।’

দেবব্রত চৌধুরী একজন শিক্ষাবিদ এবং সম্পাদকও ছিলেন। ১৯৩৫ সালে বাংলাদেশের ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। মাত্র ১৮ বছর বয়সে অল ইন্ডিয়া রেডিওতে প্রথমবার তিনি গান পরিবেশন করেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন