অনুরাগীদের জন্য খুশির খবর দিলেন গায়িকা ন্যান্সি। অনেকদিন ধরে ন্যান্সি ও হাবিবের যুগল গান শোনার জন্য অপেক্ষায় আছেন তাদের ভক্তরা। এবার এ অপেক্ষার অবসান হলো। শনিবার প্রকাশ পেল এ জুটির নতুন গান।
সম্প্রতি গায়ক হাবিবের সঙ্গে একটি নতুন গান রেকর্ড করেছেন ন্যান্সি। ন্যান্সি তার সামাজিক যোগাযোগমাধ্যম নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট করে জানিয়েছেন এই খুশির খবর। ন্যান্সি লেখেন, “আমার এবং হাবিব ওয়াহিদের কণ্ঠে নতুন গান শোনার জন্য যারা অপেক্ষায় থাকেন তাদের জন্য সুখবর। আজ নতুন একটি গান রেকর্ড হলো। শনিবার ‘বন্ধুরে’ শিরোনাম এর গানটি হাবিব ওয়াহিদ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। আশা করছি প্রতিবারের মতো এবারের গানটিও আপনাদের মন জয় করতে সমর্থ হবে।”
এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাবিবের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের পর কয়েক ঘন্টায় প্রায় এক লক্ষ দর্শক শ্রোতা গানটি উপভোগ করেছেন।
এর আগেও ন্যান্সির ‘ঝড়া পাতা’ অ্যালবামটির গানের সুর ও সংগীত করেছেন হাবিব ওয়াহিদ। অ্যালবামের টাইটেল ট্র্যাকটিও দু’জনের একত্রে গাওয়া।