বিশ্ব শ্রমিক দিবস, বিশেষ এই দিনে ঢালিউড তারকা শাকিব খান তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মসের ফেসবুক পেজ থেকে বিশ্বের সকল শ্রমিকদের সম্মান জানিয়ে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি শ্রমজীবী মানুষদের সত্যিকারের নায়ক বলে আখ্যায়িত করেছেন।
পোস্টটিতে লেখা হয়েছে, ‘শ্রমিক শ্রেণিদের মর্যাদা আর সম্মানের দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। কারণ, তাঁদের অক্লান্ত পরিশ্রমেই ভালো থাকি আমরা। ভালো থাকে দেশ। তারাই আমাদের সত্যিকারের নায়ক।’
উল্লেখিত পোস্টে তিনি শ্রমজীবী মানুষদের নায্য পাওনার দাবি নিয়েও কথা বলেন। অভিনেতার মতে শ্রমিকরা তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত।
তিনি লেখেন, ‘শ্রমিকদের ভালো রাখতে, তাদের ‘ন্যায্য শ্রম অধিকার যথাযথভাবে বাস্তবায়ন হওয়া প্রয়োজন। ‘
সর্বশেষ এ অভিনেতা লিখেছেন, ‘নিশ্চিত হোক শ্রমিকের নিরাপদ কর্মপরিবেশ। সুস্থ থাকুক সকল শ্রমজীবি মানুষ, উন্নত হোক দেশ। জয় হোক মানবতার, জয় হোক মেহনতি মানুষের। মহান মে দিবসে দেশ ও প্রবাসের শ্রমজীবী মানুষদের জানাই শুভেচ্ছা।’