অবশেষে ওটিটিতে অক্ষয়ের ‘বেল বটম’?

অক্ষয় কুমার অভিনীত ‘বেল বটম’ ছবিটি ২৮ মে সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে ভেস্তে গেছে পরিকল্পনা। তাই ছবির প্রযোজকরা চাইছেন ওটিটি প্লাটফর্মে সিনেমাটি মুক্তি দিতে।

ক্রমাগত বেড়েই চলেছে করোনার প্রকোপ। এমন পরিস্থিতিতে হলমুখো হতে চাইছে না দর্শক। এই পরিস্থিতিতে হলগুলো বন্ধ রাখতে হচ্ছে। ১ মে থেকে ভারতে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। তাই লোকসানের কিছুটা পুষিয়ে নিতে ‘বেল বটম’-এর জন্য ওটিটিই ভরসা। হিন্দুস্তান টাইমস-এর তথ্য অনুযায়ী, ‘ডিজনি+হটস্টার’-এ মুক্তি পাবে সিনেমাটি। হটস্টারের পক্ষ থেকে প্রযোজককে ১৫০ কোটি টাকা অফার করা হয়েছে এবং প্রযোজক রাজিও হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগেও প্রযোজকের তরফ থেকে জানানো হয়েছিল, ওটিটি প্লাটফর্মের জন্য বানানো হয়েছে সিনেমাটি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তিতে প্রযোজক মত পরিবর্তন করেন। এই সিনেমায় অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী লারা দত্ত ও হুমা কুরেশিকে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন