সারেগামাপা খ্যাত আলোচিত-সমালোচিত গায়ক মাঈনুল আহসান। এই কণ্ঠশিল্প এবার নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে আসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ “মেহেরবান” গানটির চূড়ান্ত কাজ চলছে। রমজান মাসের শেষে, ঈদ উপলক্ষে “সূফি” গানটি নিয়ে ইনশাআল্লাহ আপনাদের কাছে পৌঁছে যাবো। ২৫ রোজার পর গানটি মুক্তি পাবে।’ তার মানে গানটি সূফি ঘরানার হতে যাচ্ছে।
‘মেহেরবান’ গানটি নিয় নোবেল নিউজবাংলাকে জানান, ‘ভিডিওতে আমি একাই, আমার বিপরীতে কোনো ক্যারেক্টার নেই। আমি আমার মত দরবারে গানটান করি। আর এই মজলিসে এসে হয়তো অনেক মানুষ তাদের কাঙ্ক্ষিত ঠিকানার সন্ধান পেয়ে যায়। সেখানে আল্লাহ তায়ালাকে স্মরণ করা হয়, সেটা গানবাজনার মাধ্যমে হোক অথবা নামাজ পড়া বা দোয়া করার মাধ্যমে হোক। সেই মজলিসেই একজন পাগল আমি, যে গান করি। এটাকেই এই ভিডিওতে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে।’
গায়ক আরো বলেন, ‘গানটা মিক্স মাস্টারের জন্য চেন্নাই পাঠানো হয়েছে। চেন্নাই থেকে মিক্স মাস্টার হয়ে আসতে হয়তো চার-পাঁচদিন সময় লাগবে। এদিকে আমাদের ভিডিওর ফাইনাল পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আমি তো বেড রেস্টে ছিলাম। আজ আমার সেলাই কাটবে। তারপর হয়তো আমিও কাজটা নিয়ে মুভ করতে পারবো। ‘
বেশ কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হন এই গায়ক। মাথা ও ভ্রুতে মোট ত্রিশটি সেলাই পড়ে তার।