নেটফ্লিক্সে শাহেদ কাপূর!

পরিচালক জুটি রাজ-ডিকের পরিচালিত নতুন ড্রামা থ্রিলারের প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহেদ কাপূর। ইতিমধ্যে ‘ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটি প্লাটফর্মে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে রাজ-ডিকের জুটি। অ্যামাজন প্রাইমেও দেখা যাবে শাহেদের নতুন এই ছবি।

হিন্দুস্তান টাইমস এর তথ্য অনুযায়ী, শাহেদের ঘনিষ্ঠ একজনের কাছ থেকে জানা গেছে এবার নেটফ্লিক্সে দেখা যাবে শাহেদ কাপূরকে। শুধু অভিনয় নয়, প্রযোজক হিসেবেও আসন্ন ওয়েব সিরিজে ভূমিকা রাখবেন তিনি। আরও জানা গেছে, বহুদিন ধরেই নিজের প্রযোজক সংস্থা খোলার চেষ্টা করছেন শাহেদ। প্রখ্যাত ভারতীয় বক্সার ডিংকো সিং-এর বায়োপিক নির্মাণ করতে চান এই অভিনেতা।

এই ওয়েব সিরিজে নেটফ্লিক্সের পরিকল্পনা রয়েছে ‘বাহুবলী’-র মতন ‘লার্জার দ্যান লাইফ’ তৈরি করার। তবে ভাবনা শুধু একটি নয়, বরং তিনটি ছবি অর্থাৎ ট্রিলজি।

বিখ্যাত সাহিত্যিক অমিশ ত্রিপাঠির একটি পৌরাণিক উপন্যাসের ওপর ভিত্তি করে এই বিগ বাজেটের ওয়েব সিরিজটি নির্মাণ করা হবে। ইতিমধ্যে কথাও এগিয়েছে অনেকটা নেটফ্লিক্স প্লাটফর্ম ও শাহেদের সাথে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন