এক ছবিতেই তুলনা বাকি নায়িকাদের সাথে!

করোনা আতিমারির আগেই বলিউডে অভিষেক হয় পূজা বেদীর কন্যা আলিয়া এফ’র। ‘জাওয়ানি জানেমান’ ছবির মাধ্যমে অভিষেক হয় তার। সিনেমায় তাকে সাইফ আলি খান ও টাবুর অন্তঃসত্ত্বা মেয়ের চরিত্র অভিনয় করতে দেখা যায়।

একটি সিনেমায় অভিনয় করেই বলিউডের অন্য তারকা সারা আলি খান ও অনন্যা পান্ডের সাথে তুলনায় শুরু হয়ে যায়। অভিনেত্রী বিষয়টি ইতিবাচক হিসেবে নেন।

এক দৈনিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, তিনি এই তুলনার বিষয়টিকে দারুণ উপভোগ করেন। তিনি বলেন, ‘আমার মনে হয় বিষয়টা দারুণ। ওরা দারুণ, সুন্দর প্রতিভাবান, সফল মেয়ে এবং তারা সবাই একে অপরের থেকে আলাদা। তাদের কাছে আলাদা একটা প্রতিভা রয়েছে, যার জন্য তারা সফল। ক্যারিয়ারে অনেক গুলো ছবি করে তারা সফলতাও পেয়েছে। এই তুলনাটাকে ইতিবাচক হিসেবে নেই আমি। সব কিছুতেই আমি ইতিবাচক মনোভাব রাখি। আমার মনে হয় সেটা জরুরি।’

অভিনেত্রী আলিয়া রাজিব মাসান্দকে দেওয়া গত ডিসেম্বরে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘সিঙ্গেল বাবা-মায়ের কাছে মানুষ হওয়া মানে আলাদা ধরনের স্বাধীনতা পাই আমরা। তারা যেই স্বাধীনতাটা উপভোগ করে নিজের সন্তানকেও সেভাবেই মানুষ করে। আমার বাবা-মা দুজনেই সবসময় বলে থাকেন, আমাকে আর্থিক দিক থেকে স্বাধীন হতে হবে।’

অভিনেত্রী আরও জানান, তার বাবা-মা সব সময় বলেন, ‘নিজের ভবিষ্যতে নজর দাও, নিজের কাজে মন দাও, নিজেকে প্রতিষ্ঠিত করো। সেটাই আমাকে সব সময় বলে এসেছে। ‘

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন