‘ছক’-এ অন্য তাহসান

‘ছক- দ্য মেজ’ নামে প্রথম ওয়েব ফিল্ম নির্মাণ করেছন ‘সাপলুডু’ সিনেমার নির্মাতা গোলাম সোহরাব দোদুল। ছবিটিতে প্রথম জুটি হয়ে অভিনয় করেছেন তাহসান খান ও অর্চিতা স্পর্শিয়া। রোববার প্রকাশ হয় ছবিটির পোস্টার।

‘সাপলুডু’ সিনেমার পর ‘ছক’- এর মাধ্যমে আবারো থ্রিলার গল্প নিয়ে আসছেন পরিচালক দোদুল।  পোস্টারে তা আন্দাজও করা যায়।

তবে প্রকাশিত পোস্টারে অন্য এক তাহসানকে দেখা গেলো। রোমান্টিক অভিনেতা হিসেবে যে তাহসানকে এতোদিন দর্শক দেখেছেন, তাকে এবার অন্যরূপে পাওয়া যাবে, যেনো ভিন্ন তাহসান। পিস্তল হাতে ভয়ংকর কিছু করার ছক আঁকা। তার সামনে শাড়ি পরে দাঁড়িয়ে স্পর্শিয়া। তারও কোমড়ে রয়েছে পিস্তল। তিনিও আঁকছেন ভিন্ন কোনো ছক।

পোস্টারটি ডিজাইন করেছেন সায়েম। পরিচালক বলেন, ‘ছক ওয়েব ফিল্মে তাহসানের চরিত্রটি দর্শকরা মনে রাখবে অনেকদিন। সবার কাছে তার অভিনয়ের একটি নতুন দুয়ার উন্মোচিত হবে বলে মনে করছি।’

লাইভ টেকনোলজির সিনেমাটিকের ব্যানারে নির্মিত এ ছবিতে তাহসান ও স্পর্শিয়া ছাড়াও করেছেন দীপক সুমন, সজিব, প্রণীল প্রমুখ।

ঢাকার উত্তরা, মানিগঞ্জ, মির্জাপুরসহ বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হয়েছে।

শিগগিরই ওটিটি প্লাটফর্ম সিনেমাটিকে মু্ক্তি পাবে ‘ছক- দ্য মেজ’। প্লাটফর্মটিতে সর্বশেষ মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘জানোয়ার’ ও ‘ট্রল’ বেশ প্রশংসিত হয়।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন