করোনায় মারা গেলেন শাস্ত্রীয় সংগীত শিল্পী রাজন মিশ্র

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজন মিশ্রের অবস্থা ছিল গুরুতর। পাশাপাশি তিনি একজন হার্টের পেশেন্টও ছিলেন। অবস্থা খারাপ থাকায় হাসপাতালে ভর্তি জন্য রাজন মিশ্রের পরিবার থেকে টুইট করে সাহায্য চেয়েছিলেন অক্সিজেন ও হাসপাতালের বেডের জন্য। প্রসঙ্গত, বর্তমানে ভারতের অবস্থা খুবই মারাত্মক। ভারতের করোনা আক্রান্তের সংখ্যা এতোটাই বেড়ে গেছে যার ফলে অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে হাসাপাতালের বেডেরও সংকট দেখা দিচ্ছে। অনেক খোঁজাখুঁজির পর আইএএস অফিসার সন্জীব গুপ্তের চেষ্টায় তাকে সেন্ট স্টিফেন হাসপাতালে ভর্তি করা হয়।

অফিসার সন্জীব গুপ্ত টুইট করে জানিয়েছেন, ‘আমি সাজন মিশ্রের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বললেন যে রাজন মিশ্র আইসিইউ থেকে বেরিয়ে এসেছেন, এবং ডাক্তারদের মতে ভালো আছেন।’

এতো কিছুর পরেও শেষ রক্ষা হল না। ২৫ এপ্রিল রবিবার চির তরে বিদায় নিলেন রাজন মিশ্র।

পন্ডিত সাজান মিত্র ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘ভাই আর নেই।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন