মেয়ের কী নাম রাখলেন বিরাট-আনুশকা?

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা আজ সকালে টুইটারে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, তিনি এবং তার স্বামী বিরাট কোহলি প্রথম সন্তানের নাম রেখেছেন ‘ভামিকা’।

তিন জনের একটি ছবিসহ ওই পোস্টে আনুশকা লিখেছেন, ‘আমরা একসঙ্গে ভালোবাসা এবং শ্রদ্ধা নিয়ে বাস করছি। কিন্তু, এই ছোট্ট ভামিকা এটিকে নতুন পর্যায়ে নিয়ে গেছে!’

আমরা নাম নিয়ে খুবই কৌতুহলী ছিলাম। কারণ, এখন সুন্দর নাম খুব কমই শোনা যায়। তাই আমরা জ্যোতিষী ও ভবিষ্যদ্বাণীকারী পণ্ডিত জগন্নাথ গুরুজির কাছে যাই। তিনি ‘ভামিকা’ নামটির ব্যাখ্যা করে জানিয়েছিলন, এটি দেবী দুর্গার সংস্কৃত নাম।

‘যদিও নামটি তার পিতামাতার নাম থেকে উদ্ভূত হয়েছে- প্রথম অক্ষর ‘ভি’ বাবা বিরাটের নাম থেকে এবং শেষ অক্ষর ‘কা’ তার মায়ের নাম আনুশকা থেকে নেওয়া হয়েছে। সংখ্যাতত্ত্ব অনুসারে, এটিতে তিনটি সংখ্যা আসে।’

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন