জয়ার তেল মালিশ

সম্প্রতি সনি টিভির ‘ইন্ডিয়ান আইডল ১২’ শোর একটি পর্বে অতিথি বিচারক হিসেবে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়া প্রদা। সেই শোয়ের অন্যতম প্রতিযোগী নিহাল তৌরা-কে মঞ্চের মাঝখানে বসিয়ে সস্নেহে তার মাথায় তেল মালিশ করে দিলেন জয়া! শোয়ে তার গান শুনে খুশি হয়ে জয়া প্রদা যে এই  ‘প্রতিদান’ দেবেন তাকে, তা ভাবতে পারিনি নিহাল নিজেও। শোয়ে নিহালের পারফরম্যান্সের মুগ্ধ কণ্ঠে প্রশংসা করেছেন ‘ইন্ডিয়ান আইডল’ এর বাকি বিচারকও।

নিহালের কণ্ঠের প্রশংসা করে বর্ষীয়ান তারকা জয়া প্রদা জানান, এই গান তার অনেক ভালো লেগেছে। তিনি আরও জানান, যে আঙ্গিকে এই গান পরিবেশন করা হয়েছে তা শুনে ও অনুভব করে অত্যন্ত গর্বিত বোধ করেছেন তিনি। এরপরেই সবাইকে চমকে দিয়ে নিহালের উদ্দেশ্যে জয়া প্রদা হঠাৎ বলে ওঠেন, ‘তোমার হেয়ারস্টাইল বেশ ভালোই, তবে কেমন যেন একটু অগোছালো। দাঁড়াও, একটু তোমার মাথায় তেল মালিশ করে ঠিক করে দিচ্ছি।’

শুধু নিহালের মাথায় তেল মালিশ নয়, সবার অনুরোধে রীতিমতো কমরে ওড়না পেঁচিয়ে শোয়ের মঞ্চে অমিতাভ বচ্চন ও তার অভিনীত সুপারহিট ছবি ‘শারাবি’র বিখ্যাত গানের তালে নেচেছেনও।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন