বি-টাউনের প্রথম সারীর নায়িকা দীপিকা পাডুকোন। তার অভিনয়ের পারদর্শিতা এবং কড়া সৌন্দর্যে মুগ্ধ নেটিজনরা। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর প্রত্যেকটি শেয়ার করা ছবিই নজর কারে নেটিজনদের। পাশাপাশি ছবির কমেন্ট বক্স ভেসে যায় শুভেচ্ছা বার্তায়। বাকি সব অনুরাগীদের মতো দীপকা পাডুকোনের একজন ভক্ত তার স্বামী অভিনেতা রণবীর সিংও।
সম্প্রতি, নিজের একটি নতুুন ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ‘মাস্তানি’। আর সেই ছবি দেখে ফের একবার মুগ্ধ ‘বাজীরাও’। ছবিতে দেখা যাচ্ছে একটি অফ শোল্ডার সাদা গাউন পরে সরাসরি ক্যামেরার দিকে মনকাড়া দৃষ্টিতে তাকিয়ে আছেন দীপিকা।
ছবির সাথে ক্যাপশনে লেখেন, ‘সততা, উদ্দেশ্য, সহমর্মিতা এই তিন মূল্যবোধের সমন্বয়ে জীবনকাটানো আমার কাছে আনন্দের’। সুন্দরী অভিনেত্রীর ছবি দেখে স্বামী রণবীর সিং প্রফুল্ল হয়ে মন্তব্য জুরে দিলেন কমেন্ট বক্সে ‘এই ছবিতে যেনো দীপিকা সুচারু ব্যক্তিত্বের প্রতীক হয়ে উঠেছেন’।