১৯ এপ্রিল সোমবার মুম্বাই বিমানবন্দরে দেখা গেল রণবীর কাপুর ও আলিয়া ভাটকে। সদ্য এ জুটি করোনামুক্ত হয়েছেন। পরে জানা গেল তারা মালদ্বীপে যাচ্ছেন। গোটা বিশ্ব যখন করোনায় দিশেহারা ঠিক তখন এই জুটি হলিডে কাটাতে গেলেন মালদ্বীপে।
মুম্বাইয়ের বিমানবন্দরে দ এ জুটিকে ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও ও ছবি। আলিয়া সদ্য করোনা থেকে সুস্থ হয়েছেন। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, আলিয়া হলুদ রঙের টপ, সাদা বুকচেরা শার্ট এবং সাদা রঙের প্যান্ট পরেছেন। রণবীরও ছিলেন ওয়েস্টার্ন সাদা ভি নেক টি-শার্ট ও ফেডেড ডেনিমে।
প্রায় বছর তিনেক ধরে সম্পর্ক এ জুটির। গত বছর এক সাক্ষাৎকারে অভিনেতা রণবীর জানিয়েছিলেন, করোনা আতিমারি দেখা না দিলে হয়তো এতোদিনে আলিয়ার সঙ্গে বিয়েটা সেরেই ফেলতেন। খুব তাড়াতাড়ি এ জুটিকে দেখা যাবে অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায়।