হলিউড – নিউ অ্যামস্টারডাম শো ছাড়লেন অনুপম খের!

ছবি: হিন্দুস্তান টাইমস

সম্প্রতি, ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা অনুপম খেরের স্ত্রী কিরণ খের। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই খবর নিশ্চিত করেছিলেন অভিনেতা। স্ত্রীর এই কঠিন সময়ে পাশে থাকবেন বলে হলিউডের ওয়েব সিরিজ ‘নিউ আমস্টারডম’ ছেড়ে এলেন তিনি। শ্যুটিং থেকে ছুটি নিয়ে দ্রুত দেশে ফেরার তোড়জোড় শুরু করেন অভিনেতা। ২০১৮ সালে শুরু হওয়া এই সিরিজের তিন নম্বরের সিজনের স্ট্রিমিং চলছে।

হিন্দুস্তান টাইমস এর তথ্য অনুযায়ী,  অনুপম জানিয়েছিলেন স্ত্রী কিরণ এক ধরনের ব্ল্যাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। চিকিৎসাও শুরু হয়েছে তার। আপাতত বিশিষ্ট সব চিকিৎসক দ্বারা গঠিত মেডিকেল বোর্ডের তত্বাবধানে আছেন কিরন। অভিনেতা বলেন, তার দৃঢ় বিশ্বাস সব ঝড়ঝাপটা সামলে সুস্থ হয়ে জীবনযুদ্ধে জয়ী হয়ে ফের স্বাভাবিক জীবনে ফিরবেন কিরণ খের।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন