ঘনিষ্ঠ দৃশ্য করার জন্য যে উপদেশ দেন পূজা!

সম্প্রতি অভিনেত্রী ও পরিচালক পূজা ভাট জানিয়েছেন তার সিনেমাগুলিতে তিনি ঘনিষ্ঠতা সমন্বয়কারী হিসেবে কাজ করার চেষ্টা করেছেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পূজা জানিয়েছেন, ‘জিসম’ ছবি পরিচালনার সময় সেখানে দুই মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন বিপাশা বসু এবং জন আব্রাহাম। ছবিতে তিনি শুধু পরিচালক নন একজন ঘনিষ্ঠতা সমন্বয়কারী হিসেবেও কাজ করেছিলেন। ছবিতে অন্তরঙ্গ দৃশ্য করতে বিপাশার যাতে অস্বস্তি বোধ না হয়, সেদিকে নজর রেখেছিলেন তিনি।

২০০২ সালে জিসম এর মতো রোমান্টিক থ্রিলার ছবি বানানোর সময়, আমি বিপাশা বসুকে বলেছিলাম, ‘একজন নারী এবং অভিনেত্রী হিসেবে আমি তোমাকে এমন কিছু করতে বলবো না যা করতে তুমি স্বাচ্ছন্দ্যেবোধ করতে পারবে না’।’ তিনি আরও বলেন, ‘ছবিতে কোনো নগ্নতা ছিল না, তবে সেখানো খোলাখুলি যৌনতা ছিল। তাকে জন আব্রাহামকে প্ররোচিত করতে হয়েছিল। আমি ওকে বিশ্বাস করতে বলেছিলাম নোংরা বা দ্বিধাগ্রস্থ হতে মানা করেছিলাম। তাকেই সিদ্ধান্ত নিতে বলেছিলাম, কতদূর যেতে হবে।’

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন