পরিচালক সঞ্জয়লীলা বানসালীর সাথে পরপর ৩টি সুপারহিট সিনেমায় দীপিকা পাডুকোন প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন। ৩টি ছবিই বক্স অফিসে সফল।
বেশকিছু দিন আগে গুঞ্জন রটেছিল, পরিচালক সঞ্জয়লীলা বানসালীর সাথে অভিনেত্রী দীপিকা পাডুকোন অভিমান করেছেন। সূত্র বলছে, এর কারণ পরিচালকের নতুন ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ী’ সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট। সঞ্জয়লীলা বানসালীর এটা নাকি স্বপ্নের প্রজেক্ট। আর তাতেই কিনা দীপিকা নেই! হয়তো এজন্যই তিনি অভিমান করেছেন।
বলিউডে খবর রটেছে, এখন নাকি একজন আরেকজনের সঙ্গে কাজও করতে চাইছেন না। সম্প্রতি জানা গেছে, ‘দ্রৌপদী’ পরিচালনা করবেন না সঞ্জয়লীলা বানসালী। অন্যদিকে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’তে গানের নাচের অভিনয় করতে চাননি দীপিকা।