প্রয়াত হলেন হলিউড অভিনেত্রী হেলেন ম্যাকক্রোরি। দীর্ঘদিন যাবত মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন এই অভিনেত্রী। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। এই অভিনেত্রী ‘হ্যারি পটার’ এবং পিকি ব্লাইন্ডার্স ছবিতে অভিনয়ের জন্য জনপ্রিয়তা পান।
অভিনেত্রীর মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছেন তার স্বামী ড্যামিয়েন লুইস। স্বামী ড্যামিয়েন টুইট করে মৃত্যুর খবর জানান। তিনি লিখেছেন,’ক্যান্সারের সঙ্গে বীরত্বপূর্ণ লড়াইয়ের পর সুন্দরী এবং পরাক্রমশালী মহিলা হেলেন ম্যাকক্রোরি নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জীবনের অন্তিম মুহূর্তে বন্ধু এবং আত্মীয় পরিবেষ্টিত ছিলেন তিনি। মারা গিয়েও বেঁচে থাকবেন। একমাত্র ঈশ্বরই জানেন আমরা তাকে আমাদের জীবনে পেয়ে কতোটা খুশি এবং ভাগ্যবান ছিলাম। তিনি এখনো উজ্জ্বল। ধন্যবাদ।’
অভিনেত্রীর মৃত্যুতে শোকাহত সিনেপাড়া। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জ্ঞাপন করেছেন অনেকেই।