মেজাজ এবং সাহস দুটোই আরও পজিটিভ সনু সুডের

করোনায় আক্রান্ত বলিউড অভিনেতা সোনু সুদ। সামাজিক যোগাযোগমাধ্যমে শনিবার নিজেই নিশ্চিত করে জানিয়েছেন এই তথ্য। ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করে নিজেই লিখেছেন,’ আমি আপনাদের সকলকে জানাতে চাই আজ সকালে আমার করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। সমস্ত সচেতন বিধি মেনে ইতিমধ্যে আমি নিজেকে নিভৃতবাসে রেখেছি এবং নিজের যথেষ্ট যত্ন রাখছি। তবে চিন্তা করবেন না এতে আপনাদের সমস্যাগুলি সমাধান করার জন্য আমাকে যথেষ্ট সময় দেবে। মনে রাখবেন আমি সবসময় আপনাদের সকলের পাশে আছি।’

অভিনেতার করোনা আক্রান্তর খবর শুনে অনুরাগীরা ব্যথিত হয়েছেন অনেকেই দুঃখ প্রকাশ করেছেন। সেই সাথে সবাই তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন। অনুরাগীদের উদ্দেশ্য অভিনেতা আরও জানিয়েছেন,’মেজাজ এবং সাহস দুটোই আরও পজিটিভ’।

গতবছর করোনায় মহামারীর কারণে সাধারণ মানুষের জীবনে ভয়াবহতা নেমে এসেছিল এরই সময় অভিনেতা সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়ে ছিলেন। মানুষের ঘরে ঘরে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তারঁ এই গুরুত্বপূর্ণ অবদানের জন্য মানুষের কাছে রবিনহুড বলেই তিনি পরিচিত।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন