১৩ এপ্রিল মঙ্গলবার ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন থ্রি-এর শেষ পর্ব সম্প্রচার হয়েছিল ধ্রুব টিভির ইউটিউবে। প্রচারের শেষ পর্ব দেখে আবেগে ভাসছেন সিরিয়ালটির নিয়মিত দর্শকরা।
গত তিন বছর যাবত সিরিয়ালটির শুরু থেকে শেষ পর্ব পর্যন্ত (১-৭৯)পুরোটাই যেনো উত্তেজনা নিয়ে শেষ হলো। সিরিয়াল নাটক নিয়ে বরাবরই মানুষের নানা অভিযোগ ছিল।এ দেশে সিরিয়াল নাটক কেউ দেখেনা। তবে,পরিচালক কাজল আরেফিন অমি যেনো সেই ধারণা পাল্টে দিয়েছিলেন। সিরিয়ালের প্রতিটি চরিত্রই যেনো ছিলো নেটিজনদের আনন্দ দেওয়ার জন্য। পাশা, হাবু ভাই, শুভ, কাবিলা, নাবিলা, রিয়া, শিমুল এবং সবর্শেষ জাকির, অন্তরাও জায়গা করে নিয়েছিলেন দর্শকদের হৃদয়ে। নেটিজনদের মতে, ‘এই নাটকটি দারুন, দুর্দান্ত সিরিয়াল ছিলো। যা দর্শকদের টেলিভিশন নাটক দেখার জন্য অনুপ্রাণিত করেছে’।নেটিজনদের দাবি ব্যাচেলর পয়েন্ট আবারো ফিরে আসুক!
মাসুদুল হাসানের প্রযোজনায় ব্যাচেলর পয়েন্টে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টেলিভিশনের জনপ্রিয় সব তারকা। অভিনেতা তৌসিফ মাহবুব, মিশু সাব্বির, শামীম হাসান, মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, শরীফ আহমেদ জীবন, চাষী আলম, পাবেল, আবদুল্লাহ রানা, মুসাফির বাচ্চু, শিমুল শর্মা এবং অভিনেত্রী হিসেবে ছিলেন সাবিলা নূর, মনিরা মিঠু, ফারিহা শাহরিন, সানজানা রিয়া সহ আরও অনেকেই।