‘ক্রিড থ্রি’ থেকে বাদ স্ট্যালন

‘র‍্যাম্বো’ ছবিতে অভিনয় করার পর থেকেই সিলভেস্টার স্ট্যালন সকলের কাছে র‍্যাম্বো নামেই যেনো পরিচিত লাভ করেছেন। ‘ক্রিড’সিনেমাটির চিত্রনাট্যকারও তিনি।কিন্তু ক্রিডের তৃতীয় সিজনে থাকছে না এই অভিনেতা।

সম্প্রতি সিলভেস্টার স্ট্যালন হলিউডের এক রির্পোটারকে জানিয়েছেন,’ক্রিড-থ্রি’-তে থাকছেন না তিনি। তবে কেন তিনি থাকছেন না সে কারণ তিনি জানান নি। এই সিনেমায় তিনি প্রধান চরিত্র হিসেবে অভিনয় করেছিলেন।

সিনেমাটির তৃতীয় সিজনে আসছে পরিবর্তন। প্রধান চরিত্রে দেখা যাবে অভিনেতা মাইকেল বি জর্ডানকে। ছবিটায় আগেও তিনি বেশ ভালো অভিনয় করেছিলেন। অস্কার থেকেও পেয়েছিলেন মনোনয়ন। এছাড়াও সমালোচকদের কাছ থেকেও পেয়েছিলেন প্রশংসা। বক্স অফিসে ব্যবসাও করেছে ছবিটি। এই সিনেমায় জর্ডান শুধু অভিনয় করবেন না, পরিচালক হিসেবেও নিজেকে প্রকাশ করবেন। আগামী বছরে শেষের দিকে সিনেমাটি মুক্তি পাবে বলে জানানো হয়েছে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন