বাবার জন্যই দেরি হয়েছে বলে জানান অভিষেক

স্বজনপ্রীতি বলিউডের একটা মুল সমস্যা বলে অনেকই এ বিষয়ে ইতিমধ্যে সমালোচনা করেছেন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নেপোটিজেম বিষয় নিয়ে বলিউড পাড়ায় নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল তারকাদের সন্তানদের।

সম্প্রতি এই বিষয় নিয়ে কথা বললেন অভিষেক বচ্চন।মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছেন, বাবা অমিতাভ বচ্চনের কারণে কোনও পরিচালক তাকে ছবিতে নিতে চাননি।

অভিষেক বলেন,’বলিউডে প্রথম হিন্দি ছবি পেতেই আমার অনেকটা সময় লেগে গিয়েছিল। যদিও আমি বুঝি আমার সঙ্গে কাজ করতে সাবলীল ছিলেন না সব পরিচালক। তাদের এই ভাবনাকে আমি সম্মানও করি। যখন বয়স কম ছিল, তখন এই বিষয়টা মেনে নেওয়া আমার কাছে কষ্টকর ছিল,তবে এখন বুঝতে পারি, মেনে নিয়েছি সবটা।’

অভিষেক আরও জানান,’জীবন কারও জন্যই সহজ হয় না,প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের জায়গা ধরে রাখার জন্য লড়াই করতে হয় সকলকে…. কিছু পরিস্থিতি ইতিবাচক হয় আবার কিছু পরিস্থিতি নেতিবাচক।

 

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন