বেশকিছু দিন আগেই ‘এক ভিলেন রিটার্নস-টু’ এর প্রথম ভাগের শ্যুটিংয়ের কাজ শেষ হয়েছে। সেকেন্ড শিডিউল এর জন প্রস্তুতি নিচ্ছেন ভিলেন টিম। সম্প্রতি সেকেন্ড ধাপের শ্যুটিংয়ের জন্য গোয়ার উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন অর্জুন-তারা। ইনস্টাগ্রামে শেয়ার করলেন গোয়া যাওয়ার খবর।
অভিনেত্রী তার ইনস্টাগ্রামে বুমেরাং ভিডিও পোস্ট করে শিরোনামে লিখেছেন,’এই ভিলেন!তুমি তৈরি তো? তাহলে চলো…..’। অপরদিকে অভিনেতা অর্জুন তার ইনস্টাগ্রামে একটি সেলফি পোস্ট করে লেখেন,’এই ভিলেন!!! চলো করে ফেলি।’
যোহিত সুরি পরিচালিত এই ছবির প্রথম ভাগে শ্যুটিংয়ে দিশা প্যাটানি এবং জন আব্রাহাম নিয়ে ছবির কিছু অংশের শ্যুটিং এরই মধ্যে শেষ হয়ে গেছে। সেকেন্ড ধাপের শ্যুটিয়ের জন্য রওয়ানা হবে তাঁরাও। মহামারি করোনার উপদ্রব বেড়েই চলছে এরই মধ্যে কয়েকটি শহর লকডাউন ঘোষণা করে দিয়েছেন। হয়তো অজানা পরিচয়ে গোয়ার কোনে নির্জন দ্বীপ হিসেবে লোকেশন সিলক্টি করেছেন। বলাবাহুল্য, ভিলেন ছবির আগে দৃশ্যগুলোও গোয়াতে শ্যুটিং করা হয়েছিল।