থেমে গেল বলিউড!

করোনা পরিস্থিতি মহারাষ্ট্র যেনো মাথা চাড়া দিয়ে উঠেছে। আক্রান্তের সংখ্যা বাড়ার সাথেই মৃত্যুর সংখ্যা যেনো বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে কার্ফিউ ঘোষনা করা হয়েছে সেই সাথে ১৪৪ দ্বারা জারি ভারতবর্ষ যেনো আবার সেই পুরনো স্মৃতি লকডাউনে ফিরে যাচ্ছে।

চলতি মাসের ১৩ ও ১৪ এপ্রিল পাঠান ছবির শুটিং বন্ধ রাখা হয়েছিল।কেবিন ক্রু এর করোনা পজিটিভ ধরা পরায় শ্যুটিংয়ের কাজ বন্ধ হয়।এবং সেই সাথে সেই ক্রুয়ের সান্নিধ্যে শাহরুখ খান থাকায় তিনি নিজে থেকে আইসোলেশনে থাকছেন।

অপরদিকে টাইগার-থ্রী এর অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এর করোনা পজিটিভ হওয়ায় শ্যুটিয়ের কাজ বন্ধ ছিল তার। আদিপুরুষের কাজ দ্রুত গতিতেও চললেও তাও যেনো থমকে গেছে।

তবে এই তিনটি সিনেমা নয় বড় পর্দার ছোট বড় অনেক ছবির শুটিংয়ের কাজ বন্ধ হয়ে গেছে। পিছিয়ে গেছে রিলিজ হওয়া অনেক ছবি।করোনা যেনো এক ধাক্কায় পুনরায় থেমে গেল বলিউড।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন