বই প্রচারণায় পড়শী !

ঢালিউডের এই প্রজন্মের জনপ্রিয় গায়িকা পড়শী শুধু গায়িকার খাতায় নয় নাম লিখিয়েছেন চলচ্চিত্রের পর্দায়।

একাধারে কণ্ঠশিল্পী, মডেলিং, প্লেব্যাক গায়িকা, অভিনেত্রী এবং রেডিও জকি। ২০০৮ সালে ‘ক্ষুধে গানরাজ’-এর মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে এই গায়িকার। সে সাথে ২০১৬ ‘মেন্টাল’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন।

বর্তমানে এই গায়িকা ‘এফ.এম ৯৮.৪’ রেডিও জকি হিসেবে কাজ করছেন। সমাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় এই গায়িকার অনুরাগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫০ লাখের অধিক।

সম্প্রতি এই অভিনেত্রী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি শেয়ার করে লিখেছেন ,’এই বইতে রাজু আহমেদের খুব সুন্দর কিছু লেখা রয়েছে, আমি খুব বেশি বই পড়ি না তবে শেষ কয়েকদিন ধরে এটি পড়ছি এবং ভালো লাগছে। আপনারও এটি কিনতে পারবেন’।
এতোটাই ভালো লেগেছে যে বইয়ের প্রচারণার দায়িত্বটাও এই শিল্পী নিজেই করেছেন। কোথা থেকে সংগ্রহ করা যাবে সম্পূর্ণ তথ্যও তুলে ধরেছেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন