নাইসা দেবগণের ভিডিও ভাইরাল

সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চার বিষয়বস্তুই বরাবরই তারকাদের সন্তান। তবে এবার কাজল-অজয়ের কন্যা নাইসা দেবগাণ এর প্রতিভায় মুগ্ধ হয়েছেন নেটাগরিকরা।

সম্প্রতি নাইসার নাচের ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়।সম্ভবত নাইসা বিদ্যালয়ের কোনও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন।উপস্থাপন করেছিলেন নৃত্য,আর সেই নাচের গান হিসেবে পছন্দ করেছেন মায়ের গান। মা কাজলের ছবি ‘বোলে চুড়িয়া’ এবং ‘তেরে নয়না’ গানের তালে পা মিলিয়েছেন নাইসা, সাথে ছিলেন তার সঙ্গীরা।এছাড়াও অভিনেত্রী কারিনা কপূর এর ‘জব উই মিট’ছবির গানের সাথেও নাচ করেছেন। নেটিজনরা তার নাচ দেখে মুগ্ধ হয়েছেন।

নাইসার বয়স ১৭ বছর।বলিউডে পা না রেখেও, বার বার শিরোনামে উঠে এসেছেন নাইসা।কখনো তার গায়ের রঙের জন্য কখনো বা তার পোশাকের জন্য চর্চায় উঠে এসেছেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন