রিয়ার ভরসা রবীন্দ্রনাথ ঠাকুর!

রবিবার সকালে খোলা চুলে রোদের চিকিমিকি আলোতে বসে, হাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সঞ্চায়িতা’ বই গভীর মনোযোগ দিয়ে পড়তে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে এমনই ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন অভিনেত্রী নিজেই।

সুশান্ত সিং রাজপুত মৃত্যুর পর প্রায় বেশ বছর খানিকটা তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে সময় দিতে দেখা যায়নি। তবে বর্তমানে নিজেকে মেলে ধরছেন এই অভিনেত্রী। ‘চেহরে’ সিনেমার পর আবার দর্শকের নজরে আসতে চলছেন এই অভিনেত্রী।

তবে বেঙ্গুলের এই অভিনেত্রী বই পড়ার প্রতি যে তার আগ্রহ আছে এমন ছবি দেখে অবাকই হলেন নেটিজনরা। এই প্রথমবার তাকে হাতে বই নিয়ে ছবি দিলেন ইনস্টাগ্রামে। সেই সাথে জুড়ে দিলেন ক্যাপশন গীতাঞ্জলি কবিতা থেকে দুটি লাইন ইংরেজিতে অনুবাদ করে ক্যাপশনে লিখেছেন, ‘কান্নার শব্দটা ভেদ করে প্রশ্নটা এল? “কোথায়”?। তারপর সমস্ত চোখের জল বাষ্প হয়ে উড়ে গেল এক আশ্বাসে, ” এই তো আমি, এখানে”। সেই সাথে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন,’ভরসা রাখুন’।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন