হলিউড সিরিজে ‘কাভি খুশি কাভি গম’

ভারতের সিনেমার ইতিহাসে ‘কাভি খুশি কাভি গম’ সবচেয়ে ব্যবসা-সফল সিনেমার একটি। ২০০১ সালে মুক্তি পেয়েছিল করণ জোহরের এই সিনেমা। জনপ্রিয় সব তারকা বহুল এই পারিবারিক সিনেমাটি তখনকার সময়ে ১৩৬ কোটি রুপির বেশি আয় করে। মুক্তির দুদশক পরেও সদ্য প্রয়াত ‘সুর সম্রাজ্ঞী’ লতা মঙ্গেশকরের কণ্ঠে সিনেমার শীর্ষ সঙ্গীতটির জনপ্রিয়তা এতোটুকুও কমেনি। সেই স্মরণীয় গানটিই এবার যাচ্ছে হলিউডে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান টাইমস-এর খবর অনুযায়ী, ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার থিম গানটি  ব্যবহার করা হবে একটি ব্রিটিশ ওয়েব সিরিজে। রোমান্টিক উপন্যাসভিত্তিক জনপ্রিয় ব্রিটিশ সিরিজ ‘ব্রিজারটন’ ২০২০ সালে নেটফ্লিক্স-এ মুক্তি পায়। মুক্তির পরপরই তা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

এবার সিরিজটির দ্বিতীয় সিজন আসছে, তাতেই ব্যবহার করা হবে গানটি। যতীন-ললিতের তৈরি করা গান ‘কাভি খুশি কাভি গাম’কে নতুন আঙ্গিকে সাজাবেন মার্কিন সংগীত পরিচালক ক্রিস বাওয়ার্স।

উল্লেখ্য, ‘কাভি খুশি কভি গম’ এখনো করণ জোহরের ক্যারিয়ারের সেরা কাজ বলে ধরা হয়। এবার গানটির হলিউড সংস্করণ কেমন হবে সেটিই শোনার অপেক্ষায় সবাই। ‘ব্রিজারটন’ সিজন টু নেটফ্লিক্সে মুক্তি পাবে আগামী ২৫ মার্চ।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন