মাতৃত্বের খবর গোপন করেছিলেন স্কারলেট

ব্ল্যাক উইডো হিসেবে পরিচিত স্কারলেট জনসন গত বছরের আগস্টে মা হন। কিন্তু সন্তান জন্মদানের বিষয়টি গোপন রেখেছিলেন এই অভিনেত্রী। ঘটনাটি অনেককেই বিস্মিতত করেছে। কারণ স্কারলেট জনসনের মতো বড় তারকা মা হলেন অথচ কেউ কিছুই জানলো না!

মা হওয়ার আগে কোনো সাংবাদমাধ্যমে খবর আসেনি। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েনি অভিনেত্রীর বেবি বাম্প! যাহোক, মা হওয়ার সাত মাস পর মাতৃত্ব নিয়ে এতো গোপনীয়তার কারণ কি ছিল তা নিয়ে মুখ খুললেন স্কারলেট।

সংবাদমাধ্যম ভ্যানিটি ফেয়ারকে দেয়া এক সাক্ষাৎকারে ‘ব্ল্যাক উইডো’খ্যাত এই অভিনেত্রী বলেছেন, ‘মা হওয়ার পুরো বিষয়টি আমি সুরক্ষিত রাখতে চেয়েছিলাম। মানুষের আতশ কাচের নিচে পড়তে চাইনি। নিজের শরীরের পরিবর্তন নিজেই অনুভব করতে চেয়েছি। এটা নিয়ে অন্যকেউ তাদের মতো করে মন্তব্য করুক এটা আমি একেবারেই চাইনি।’

স্কারলেট আরো উল্লেখ করেছেন, তিনি গর্ভবতী হওয়ার সময় অনেক নারীর সমালোচনার শিকার হয়েছেন। এই বিষয়ে তিনি বলেন, ‘গত কয়েক বছরে নারীর ক্ষমতায়ন নিয়ে অনেক কিছু ঘটে গেলেও এখনো কিছু বিষয় অন্ধকার যুগেই রয়ে গেছে।’

উল্লেখ্য, স্কারলেট জনসনের নবজাতক ছেলে সন্তান কসমো ছাড়াও রোজ নামে সাত বছরের একটি মেয়ে আছে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন