অর্থ উপার্জনের তো অনেক উপায়। কেউ চাকরি করে আবার কেউ ব্যবসা করে অর্থ উপার্জন করেন। কিন্তু এমন মানুষও আছেন যিনি শুধুমাত্র গভীর ঘুমে থেকেই ভালো আয় করছেন। ঘুম এখন আর শুধুমাত্র স্বাস্থ্যগত ব্যাপার নয়। ইউটিউবে ঘুমের ভিডিও থেকে অর্থ উপার্জন করছেন অনেকেই। অবিশ্বাস্য মনে হচ্ছে? কিন্তু এটাই সত্যি।
ঘুমের মাধ্যমে ইউটিউব থেকে অর্থ উপার্জনকারী এই ব্যক্তি একজন ইউটিউবার। তার ইউটিউব চ্যানেলের নাম ‘সুপার মেইনস্ট্রিম’। যেখানে তিনি হাজার হাজার দর্শকের সামনে নিজেকে ইউটিউব লাইভে আনেন এবং ঘুমিয়ে পড়েন। এরপর ইউটিউবার যখন ঘুমানোর চেষ্টা করেন, তখন তার ভক্তরা একটি আলেক্সা স্পিকারের মাধ্যমে মেসেজ, ভিডিও এবং গান বাজিয়ে তাকে জাগানোর চেষ্টা করেন!
সংবাদমাধ্যম ভাইস নিউজকে দেয়া সাক্ষাৎকারে ২১ বছর বয়সী এই ইউটিউবার বলেছেন, তিনি সপ্তাহে একবার ছয় ঘণ্টা ইউটিউব লাইভ করে দুই হাজার পাউন্ড (প্রায় ২ লাখ টাকা)-এরও বেশি আয় করেন। তার এই ‘স্লিপ স্ট্রিম’ ইউটিউবে খুব জনপ্রিয় হয়ে উঠছে। তার ঘুমের ভিডিও লাখ লাখ ভিউ পাচ্ছে।