সাহিত্যে নোবেলজয়ী মার্কিন কণ্ঠশিল্পী ও গীতিকার বব ডিলান। সংগীতবিশ্বে তিনি বব ডিলান নামে পরিচিত হলেও তারা আসল নাম রবার্ট অ্যালেন জিমারম্যান। সম্প্রতি বব ডিলান তার সব গানের স্বত্ব বিক্রি করেছেন সনি মিউজিক এন্টারটেইনমেন্ট-এর কাছে। তবে সনি চুক্তির আর্থিক শর্তাবলি প্রকাশ করেনি। এমন খবরই করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য হলিউড রিপোর্টার।
ডিলানের সঙ্গে সনির এই চুক্তির মূল্য সম্ভবত ২০০ মিলিয়ন ডলারের বেশি। সনির পক্ষ থেকে এই চুক্তির বিষয়ে ঘোষণা করে বলা হয়েছে, ‘এই নতুন চুক্তি ডিলানের সঙ্গে কোম্পানির ছয় দশকের সম্পর্ককে শক্ত করেছে’।
২০২০ সালের শেষদিকে বব ডিলান তার লেখা সব গানের ক্যাটালগের স্বত্ব প্রায় ৩০০ মিলিয়ন ডলারে ইউনিভার্সাল স্টুডিওস-এর কাছে বিক্রি করে দিয়েছিলেন।