সম্প্রতি লন্ডনে বাফটা অ্যাওয়ার্ড শোতে উপস্থাপন হওয়ার জন্য নিজের চেহারা প্রকাশ করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সামাজিক যোগাযোগমাধ্যমে।
মনোনয়ন ঘোষণার দায়িত্ব পালনের পর পুনরায় আবার বাফটার-মঞ্চে উপস্থাপিকার দায়িত্ব পেয়েছেন অভিনেত্রী।৭৪তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের ভার্চুয়াল মঞ্চে উপস্থাপিকা হিসেবে দায়িত্ব পালন করলেন। তারই জন্য একটু ভিন্ন পোশাকে উপস্থাপন করলেন নিজেকে।
ফেব্রুয়ারিতে আয়োজনের কথা থাকলেও মহামারি কোভিড-১৯ এর কারণে অনুষ্ঠানটি এপ্রিলে কার্যকর করা হলো। লন্ডনের রয়াল এ্যালবার্ট হলে অনুষ্ঠিত হয়েছে।
প্রিয়াঙ্কা চোপড়া ইনস্টাগ্রামে শেয়ার করলেন বেশ কয়েকটি ছবি,যেখানে দেখা যাচ্ছে কালো রঙের পোশাক মাঝখানে ডিজাইন করা একটা প্রজাপতি। সেই সাথে তিনি শিরোনামে লিখেছেন,’ বাএফটিএএস, @ফ্ল্যাক্সারিও @বুলগারি।” ছবিটি পোস্ট করার সাথেই প্রথম মন্তব্য করেছেন অভিনেত্রীর স্বামী নিকস জনস। রীতিমতো যেনো ফোন হাতে নিয়েই বসেছিলেন তিনি !