‘প্রজেক্ট কে’র শুটিং শুরু, প্রভাসের প্রশংসায় অমিতাভ

পরিচালক নাগ অশ্বিনের বড় বাজেটের সিনেমা ‘প্রজেক্ট কে’। ৪০০ কোটি টাকায় তৈরি হচ্ছে এইই সিনেমা। প্রধান চরিত্রে অভিনয় করছেন অমিতাভ বচ্চন, প্রভাস ও দীপিকা পাড়ুকোন। ইতিমধ্যে ‘প্রজেক্ট কে’-এর শুটিং শুরু করে দিয়েছেন অমিতাভ বচ্চন ও প্রভাস। প্রথম দিনের শুট শেষে একে অন্যের প্রশংসায় পঞ্চমুখ ‘বিগ বি’ এবং ‘বাহুবলি’।

অমিতাভ বচ্চন আজ (১৯ ফেব্রুয়ারি) টুইটারে জানিয়েছেন ‘প্রথম দিন…প্রথম শট…প্রথম সিনেমা ‘বাহুবলি’ প্রভাসের সঙ্গে। তার জ্যোতি, তার মেধা ও তার বিনয়ের পরিচয় পেয়ে, তার সঙ্গে কাজ করে সম্মানিত বোধ করছি।’ এই টুইট আবার আল্লু অর্জুন রিটুইট করে প্রভাসের উদ্দেশ্যে লিখেছেন, ‘তোমাকে নিয়ে আমরা গর্বিত।’

অন্যদিকে প্রভাসও কার্পণ্য করেননি। অমিতাভের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ভেবেই উচ্ছ্বসিত ছিলেন তিনি। ‘বিগ বি’র সঙ্গে প্রথমবার শুটিং করার অভিজ্ঞতা শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া অমিতাভ বচ্চনের সুপারহিট সিনেমা ‘দিওয়ার’-এর একটি বিখ্যাত দৃশ্যের ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে এই দক্ষিণী তারকা লিখছেন, ‘এটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা। কিংবদন্তি অমিতাভ বচ্চন স্যারের সঙ্গে আজ ‘‘ প্রজেক্ট কে’’-এর প্রথম শট সম্পূর্ণ করেছি!’

উল্লেখ্য, পরিচালক নাগ অশ্বিন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটি বড় নাম। তার আগের ছবি ‘মহানতি’ বক্স অফিসে সফলতা পায় এবং তিনটি জাতীয় পুরস্কারও জিতে নেয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস-এর খবর অনুযায়ী, এই সিনেমা তামিল, হিন্দি, তেলেগু, মালয়ালম এবং কন্নড় ভাষায় মুক্তি দেয়া হবে। সেই সাথে ইংরেজিতেও এই ছবি রিলিজের পরিকল্পনা রয়েছে। সেলুলয়েডের পর্দায় অমিতাভ-দীপিকা-প্রভাসকে একসঙ্গে দেখার অপেক্ষায় আছে দর্শক।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন