গত ৯ এপ্রিল ছিল অভিনেত্রী সানি লিওন আর ড্যানিয়েল ওয়েবরের বিবাহবার্ষিকী। খুব সকালেই স্বামীকে নিয়ে রোমান্টিক পোস্ট ইনস্টাগ্রামে শেয়ার করলেন সানি লিওন। শনিবার ১০ এপ্রিল অভিনেত্রী আরেকটি পোস্ট শেয়ার করলেন যেখানে পোস্টে ড্যানিলিয়ের কাছ থেকে পাওয়া ‘স্বপ্ন পূরণ’-এর উপহার পোস্ট করলেন সানি লিওন।
বিবাহবার্ষিকী উপলক্ষে ড্যানিয়েল স্ত্রী সানি লিওনকে হীরার নেকলেস উপহার দিয়েছেন। আর সেই নেকলেস পরেই ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ভিডিও শেয়ার করে সানি লিওন লিখেছেন, “আমাদের বিবাহবার্ষিকীতে আমাকে হীরার নেকলেস উপহার দেওয়ার জন্য অজস্র ধন্যবাদ। এটা আমার কাছে স্বপ্ন পূরণ হওয়ার মতো একটা। ১০ বছরের বিবাহিত জীবন এবং ১৩ বছর যাবত একসাথে রয়েছি আমরা। কে ভেবেছিল, যেমন স্বপ্ন দেখেছিলাম, তেমনটাই জীবন কাটাবো! ভালোবাসি তোমায়”।