আলোচিত-সমালোচিত পরিচালক অনন্য মামুন এবার মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা নির্মাণে হাত দিয়েছেন। সিনেমার নাম দিয়েছেন ‘রেডিও’।
আজ (১৯ ফেব্রুয়ারি) বিকেল তিনি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি রেডিওর ছবি পোস্ট করেছেন। ছবি ক্যাপশনে লিখেছেন, ‘‘আমার ছবির হিরো, একজন মুক্তিযোদ্ধার ভালোবাসা…আমাদের সিনেমা ‘রেডিও’।’’
বাংলাদেশের ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টার খবর করেছে, এই সিনেমার গল্প নাকি ককরা হয়েছে মুক্তিযুদ্ধের সময়ে ‘রেডিও’র ভূমিকা নিয়ে। ১৯৭১ সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ রেডিওতে শোনাকে কেন্দ্র করে সিনেমার গল্প আবর্তিত হবে।
অনন্য মামুনের এই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন রিয়াজ ও জাকিয়া বারী মম। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে সিনেমার শুটিং শুরু হবে।
এই প্রসঙ্গে জানিয়ে দিই, গতবছরের ১৬ জানুয়ারি পরিচালকদের সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে এনে অনন্য মামুনকে ‘স্থায়ীভাবে নিষিদ্ধ’ করেছিল চলচ্চিত্র পরিচালক সমিতি। এফডিসির পরিচালক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় ফলে সমিতির সুযোগ-সুবিধা থেকে বাদ পড়েন এই পরিচালক।