হলিউড অভিনেতা ব্র্যাড পিট তার প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলির বিরুদ্ধে মামলা করেছেন। যৌথভাবে কেনা একটি আঙুর চাষের ক্ষেত নিয়ে এই ঘটনা। পিটকে না জানিয়ে নিজের অংশ বিক্রি করার কারণে জোলির বিরুদ্ধে এমন পদক্ষেপ নিলেন এই হলিউড তারকা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবর অনুযায়ী, এই সাবেক দম্পতি ২০০৮ সালে শ্যাটোজ মিরাভেল নামের সম্পত্তি ক্রয় করেন। ফ্রান্সের দক্ষিণাঞ্চলে একটি বাড়ি ও আঙুর ক্ষেত, আর এখানেই ২০১৪ সালে তাদের বিয়ে হয়েছিল। সেই সুখস্মৃতি কি আর তারা মনে রেখেছেন! রাখলে ঘটনা মামলা পর্যন্ত গড়াতো কি? ক্ষেতের স্মৃতি না থাকলেও আছে তার মালিকানা নিয়ে দ্বন্দ্ব।
ব্র্যাড পিটের পাঠানো আইনি নোটিশে অভিযোগ করা হয়েছে, পরস্পরের সম্মতি ছাড়া ওই সম্পত্তির কোনো অংশ বিক্রি না করার শর্ত ছিল জোলি-পিটের মধ্যে। কিন্তু জোলি শর্ত ভেঙে পিটের অনুমতি ছাড়া রাশিয়ার এক ব্যবসায়ীর কাছে নিজের অংশ বিক্রি করে দিয়েছেন।
পিটের আইনজীবীরা বলছেন, পিটের ব্যবসার ক্ষতি করতেই তা করা হয়েছে। তবে এ বিষয়ে জোলির কোনো মন্তব্য পায়নি সংবাদমাধ্যমগুলো। উল্লেখ্য, ২০১৬ সালে পিটের সঙ্গে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিলেন জোলি।