বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বচ্চন পান্ডে’ মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। এর আগে বলা হয়েছিল এটি মুক্তি পাবে এবছরের ৪ মার্চ। কিন্তু সে তারিখ পিছিয়ে হলো ১৮ মার্চ। সিনেমার নির্মাতা ফরহাদ সামজী ও প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার এই সিদ্ধান্তের কারণ করোনা পরিস্থিতি।
এই সিনেমাতে অক্ষয় কুমার ও কৃতী শ্যাননের জুটি এবার দর্শকদের মনোরঞ্জন করতে আসছে হোলির সময়। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার অক্ষয় কুমার নতুন পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘অ্যাকশন, কমেডি, রোমান্স, ড্রামা সব নিয়ে এই হোলিতে!’
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস বলছে, এই সিনেমায় অক্ষয় কুমার ও কৃতী শ্যাননের সঙ্গে আরো আছেন আরশাদ ওয়ার্সি ও জ্যাকলিন ফার্নান্ডেজ।
জানা গেছে, চলতি মাসের ১৮ তারিখ ‘বচ্চন পাণ্ডে’ সিনেমার ট্রেলার মুক্তি পাবে।