অস্কারে ভুটানের সিনেমা, তালিকায় আছে জাপানও

অস্কারে প্রথমবার জায়গা করে নিলো ভুটানের সিনেমা। এবছর একাডেমি পুরস্কার তথা অস্কারে মনোনয়ন পাওয়া বিদেশি ফিচার ফিল্মের তালিকায় মনোনয়ন পেলো ভুটানে পরিচালক পাওয়ো চৌনিং দর্জির তৈরি চলচিত্র ‘লুনানা : আ ইয়ক ইন দ্য ক্লাসরুম’।

ভুটানের এক উঠতি গায়কের দেশ ছেড়ে অস্ট্রেলিয়া যাওয়ার গল্প ফুটে উঠেছে এই চলচিত্রে। ভুটানের সংবাদমাধ্যম ডেইলি ভুটান জানিয়েছে, সিনেমাটি এর আগে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার পেয়েছে।

ভুটানের একটি প্রত্যন্ত অঞ্চলের লুনানা নামক গ্রামে সিনেমার শুটিং হয়েছে। গ্রামে বিদ্যুৎ না থাকায় ছবিটি সৌর-চালিত ব্যাটারি ব্যবহার করে শুটিং চলে। বেশিরভাগ অভিনেতাই ছিল স্থানীয় শিশু এবং লুনানা গ্রামবাসী। সীমিত সম্পদ ও সামান্য যন্ত্রপাতি ব্যবহার করে তিন মাসে এই চলচিত্রের কাজ শেষ করা হয়।

‘লুনানা : আ ইয়ক ইন দ্য ক্লাসরুম’-এর কলা-কুশলীরা

অস্কারের (২০২২) জন্য মনোনীত অন্যান্য সেরা বিদেশি ফিচার সিনেমাগুলো হলো : 

অস্ট্রিয়া – গ্রেট ফ্রিডম
বেলজিয়াম – প্লে গ্রাউন্ড
ডেনমার্ক – ফ্লি
ফিনল্যান্ড – কম্পার্টমেন্ট নাম্বার সিক্স
জার্মানি – আই অ্যাম ইউর ম্যান
আইসল্যান্ড – ল্যাম্ব
ইরান – এ হিরো
ইতালি – দ্য হ্যান্ড অব গড
জাপান – ড্রাইভ মাই কার
কসোভো – হাইভ
ম্যাক্সিকো – প্রেয়ার্স ফর দ্য স্টোলেন
নরওয়ে – দ্য ওরস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড
পানামা – প্লাজম ক্যাথাড্রাল
স্পেন – দ্য গুড বস

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন