ফ্রান্সে পুরস্কার জিতলো ফারুকীর সিনেমা

পরুস্কারের সার্টিফিকেট

ভেজুল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে ‘প্রিক্স দু পাবলিক ২০২২’ বা ‘ভিউয়ার্স চয়েজ পুরস্কার’ বিভাগে সেরা ফিকশন ফিল্মের পুরস্কার জিতে নিয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর চলচিত্র ‘নো ল্যান্ড’স ম্যান’। মোস্তফা সরয়ার ফারুকী নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে এই পুরস্কারের কথা ও ছবি প্রকাশ করেছেন।

ফারুকীর ‘নো ল্যান্ড’স ম্যান’ সিনেমায় অভিনয় করেছেন বলিউড সুপারস্টার নওয়াজউদ্দিন সিদ্দিকী। এই ছবিতে অভিনয়ের পাশাপাশি সহ-প্রযোজকের ভূমিকাতেও রয়েছেন তিনি। অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান এই সিনেমার সংগীত পরিচালকের পাশাপাশি সহ-প্রযোজক।

এছাড়া ছবিতে অভিনয় করছেন অস্ট্রেলিয়ান অভিনেতা মেগান মিশেল। আরো অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান রহমান খান। ভারত, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে সিনেমার শুটিং হয়েছে।

উল্লেখ্য যে, এশিয়ান অঞ্চলের সিনেমা নিয়ে ফ্রান্সের ভেজুলে প্রতিবছর ভেজুল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন