কাঞ্চন ও নিপুনকে শাকিবের শুভেচ্ছা

নিপুন ও ইলিয়াস কাঞ্চন। ছবি : সংগৃহীত

অনেক নাটকীয়তার পর রোববার (৬ ফেব্রুয়ারি) শিল্পী সমিতির নবনির্বাচিতদের সদস্যদে শপথ পাঠ ও দায়িত্বগ্রহণ অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য নতুন কমিটির দায়িত্ব নিয়েছেন ইলিয়াস কাঞ্চন ও নিপুন। সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ইলিয়াস কাঞ্চন ও নিপুণের নেতৃত্বে এখন থেকে শিল্পী সমিতির সকল কার্যক্রম চলবে।

নতুন দায়িত্ব কাঁধে নেয়ার পর কাঞ্চন ও নিপুণকে অভিনন্দন জানিয়েছেন ‘ঢালিউড কিং’ শাকিব খান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।

শাকিব খান লিখেছেন, ‘অভিনন্দন, চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিতদের। আশা করি, নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকসহ বাকি সবাই মিলে চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থে সঠিকভাবে কাজ করবেন।’

রোববার সন্ধ্যায় এফডিসির উন্মুক্ত প্রাঙ্গণে ইলিয়াস কাঞ্চনকে শপথ পাঠ করান মিশা সওদাগর। এরপর নিয়ম অনুযায়ী সমিতির অন্যান্য নির্বাচিত নেতাদের শপথ পাঠ করিয়েছেন নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন। তবে যমুনা নিউজ-এর খবর অনুযায়ী, এই শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত সদস্যরা।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন