অবশেষে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জয়ী হলেন নিপুণ। জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে এই ঘোষণা দিয়েছে আপিল বোর্ড। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এফডিসিতে সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ও কার্যকরী সদস্য পদে চুন্নুর নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে বৈঠকে বসে বোর্ড।
সভা শেষে এ ঘোষণা দেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। নির্বাচনী আচরণবিধি না মানায় জায়েদ খানের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বেসরকারি টেলিভিশন সময়।
এই সভায় উপস্থিত ছিলেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান, বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেন, দুই নির্বাচন কমিশনার জাহিদ হোসেন ও বি এইচ নিশান, অভিযোগকারী নিপুণ প্রমুখ। এ বৈঠকে অভিযুক্তরা উপস্থিত ছিলেন না। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন আপিল বোর্ডের চেয়ারম্যান।